কারাবাও কাপের শিরোপা লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। আগের দিন চেলসি গোল উৎসব করে ফাইনাল নিশ্চিত করেছিল। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে ফিরতি লেগের খেলায় ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৩-২ গোলের গড়ের জয় নিয়ে লিভারপুল ফাইনালে পৌঁছেছে।
প্রথম লেগের খেলায় লিভারপুল ২-১ গোলে জয় পেয়েছিল। ফলে তারা ফাইনালে পৌঁছানোর পথে অনেকটা এগিয়ে ছিল। ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে শুরুতেই গোল পাওয়ার দরকার ছিল ফুলহামে। কিন্তু গোলের কাজটা আগে করে বসে লিভারপুল।
১১ মিনিটে লুইস দিয়াজ দলকে এগিয়ে নেন। এর ফলে ফুলহামকে ম্যাচে ফিরতে অন্তত জোড়া গোল করতে হতো। কিন্তু তারা বিরতির আগে তো সমতা আনতেই পারেনি। এমনকি পিছিয়ে ছিল ৭৬ মিনিট পর্যন্ত। সে সময় ইসা দিওপের গোলে সমতা ফেরায় ফুলহাম। কিন্তু দিওপের এ গোল ফাইনালে যাওয়ার জন্য যথেষ্ঠ ছিল না।
লিভারপুল ফাইনালে ওঠায় ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে। ২০২২ সালে শীর্ষ এই দুই দল ফাইনালে খেলেছিল। সে লড়াইয়ে লিভারপুল টাইব্রেকারে জয় পেয়েছিল।
আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনাল অনুষ্ঠিত হবে।