আগামী শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপ নির্ধারণী ম্যাচ। মিউনিখে অনুষ্ঠিতব্য এ ম্যাচে দুই প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও প্যারিস সেন্ত জার্মেই। এ ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে একটু ভিন্ন চেহারায় দেখা যাবে। শনিবারের ম্যাচে তারা তাদের তৃতীয় পছন্দের সোনালী হলুদ জার্সিতে মাঠে নামবে।
ইন্টার মিলান এ পর্যন্ত ছয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে। প্রথমবার খেলেছে ১৯৬৪ সালে। তবে এ পর্যন্ত কখনোই তারা ফাইনাল ম্যাচে সোনালী জার্সিতে মাঠে নামেনি।
জার্সি বদলের এ বিষয়ে ইন্টার মিলানের খেলোয়াড়দের মাঝে একটা বিশ্বাস কাজ করছে। বিশেষ করে কোচ সিমোন ইনজাঘির মাঝে। চ্যাম্পিয়ন্স লিগে এবার যখন তারা এই জার্সিতে মাঠে নেমেছে তখনই তারা শেষ হাসি হেসেছে। গত জানুয়ারিতে স্পার্তা প্রাগকে হারিয়েছে। মার্চে শেষ ষোলোর লড়াইয়ে তারা জয় পেয়েছে। সে থেকেই তাদের মাঝে এই বিশ্বাসটা কাজ করছে।
চ্যাম্পিয়ন্স লিগে এবার একটা মাত্র ম্যাচে হেরেছে ইন্টার মিলান। গত ডিসেম্বরে সেই হারে তাদের প্রতিপক্ষ ছিল লেভারকুজেন। সে ম্যাচে ইন্টার মিলান সাদা জার্সিতে খেলেছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















