মিসরের আল আহলি ক্লাবকে হারিয়ে ফিফা চ্যালেঞ্জার কাপ জয় করেছে মেক্সিকোর ক্লাব পাচুকা। শনিবার রাতে কাতারে অনুষ্ঠিত ম্যাচে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। এ জয়ের ফলে আগামী বুধবার অনুষ্ঠিতব্য ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে।
নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারে পাচুকা। টাইব্রেকারের প্রথম দুই শটে গোল করতে ব্যর্থ হয়েও তারা সাফল্য অর্জন করেছে।
ম্যাচে মিসরের দল আল আহলি ক্লাবের বেশ আধিপত্য ছিল। বেশ কিছু ভালো আক্রমণও তারা রচনা করেছিল। কিন্তু গোলের দেখা পায়নি। অন্যদিকে পাচুকা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তবে আল আহলি ক্লাবের সব আক্রমণ পাচুকার গোল পোস্টে গিয়ে থমকে দাঁড়ায়। সেখানে গোলরক্ষক কার্লোস মোরেনো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন।
ফিফা প্রতিযোগিতায় এবার নিয়ে পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে পাচুকা। ২০১৭ সালে তারা এ টুর্নামেন্টে সেরা সাফল্য পেয়েছিল। সে সময় ক্লাবটি তৃতীয় হয়েছিল।
ইন্টারকন্টিনেন্টাল কাপের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ। পাঁচবার তারা এই শিরোপা জয় করেছে। গতবার এই শিরোপা জয় করেছিল ম্যানচেস্টার সিটি।