উয়েফা নেশনস লিগের ফাইনাল আজ। সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও পর্তুগাল তাদের দ্বিতীয় শিরোপার জন্য জার্মানির মিউনিখে মুখোমুখি হচ্ছে। পর্তুগাল প্রথম আসরের চ্যাম্পিয়ন, অন্যদিকে স্পেন বর্তমান শিরোপাধারী। যারাই আজ জিতবে তারাই প্রথমবারের মতো দ্বিতীয় শিরোপা জয়ের কীর্তি গড়বে।
দুই প্রতিবেশী দলের এই লড়াইকে ‘আইবেরিয়ার যুদ্ধ’ নামে আখ্যা দেওয়া হয়েছে। তবে এবারের লড়াইয়ের অন্য এক মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যের মূলে ক্রিশ্চিয়ানো রোনালদো আর লামিনে ইয়ামাল। প্রবীণের বিরুদ্ধে নবীনের লড়াই। একজন ক্যারিয়ারের শেষ প্রান্তে, আরেকজন শুরুতে।
রোনালদো ক্যারিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন। তবু মাঠে থাকছেন নায়কের ভূমিকায়। তার গোলেই পর্তুগাল সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। অন্যদিকে তরুণ ইয়ামাল ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়ে বড় ভূমিকা ছিল তার। ফলে দুই সাবেক চ্যাম্পিয়ন তো বটেই দুই তারকার লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল বিশ্ব।
উভয় দলেই রয়েছে প্রতিভার ছড়াছড়ি। সেমিফাইনালের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে স্পেন। ফ্রান্স শেষের দিকে ঘুরে দাঁড়ালেও হার এড়াতে পারেনি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ইয়ামালকে নিয়ে আরো একটা শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।
অন্যদিকে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ২০০০ সালের পর এই প্রথম জার্মানদের হারানোর কৃতিত্ব দেখাল পর্তুগিজরা। রোনালদোর পাশাপাশি দলে আজে এক ঝাঁক তারকা খেলোয়াড়। ফলে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষা ফুটবল। রাত একটা শুরু হবে এ লড়াই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















