ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র’র তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে ড্র হবে। আগামী বছরের ১৫ জুন খেলা শুরু হবে। শেষ হবে ১৩ জুলাই। ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
ফিফা ক্লাব বিশ্বকাপের এবারের আসরে ৩২টি দল অংশ নেবে। দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ১৬ দল দ্বিতীয় পর্বে খেলবে। তারপর নিয়ম অনুসারে ফাইনাল। টুর্নামেন্টে স্থান নির্ধারণী কোনো ম্যাচ রাখা হয়নি।
অন্যসব ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এবারেরটা সম্পূর্ণ ভিন্ন। গত আসরে সাতটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেছিল। নতুন নিয়মে অংশ গ্রহণকারী ক্লাবের সংখ্যা ৩২। নতুন এই নিয়মে খেলোয়াড়দের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়েছে, বিশ্বকাপের মতো করে প্রতি চার বছর অন্তর ফিফা ক্লাব বিশ্বকাপের পরিকল্পনা করা হচ্ছে। সে বিচারে আগামী ২০২৯ সালে টুর্নামেন্টের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। তবে কোথায় ২০২৯ সালের আসর হবে সে ব্যাপারে ফিফা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।