বিশ্বকাপ ফুটবলের ব্যবসায়িক অংশীদার হিসেবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা। এবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও যোগ হচ্ছে। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা ৩২ ক্লাবের সঙ্গে নিজেদের জড়িয়ে নিচ্ছে সংস্থাটি।
কোকাকোলা ১৯৫০ সালের বিশ্বকাপ থেকে প্রতিটা বিশ্বকাপের স্টেডিয়ামে বিজ্ঞাপন করে আসছে। এই সময়ে বিশ্ব ফুটবল নানা স্মরণীয় অভিজ্ঞতা দিয়েছে। এছাড়া ১৯৭৮ সালের বিশ্বকাপ থেকে ফিফা বিশ্বকাপের অংশীদারও তারা।
এ বছরের ১৪ জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। নিউইয়র্কের নিউ জার্সিতে ১৩ জুন ফাইনাল ম্যাচের মাঝ দিয়ে সেরা ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতি চার বছর ফিফা ক্লাব মাঠে গড়ানোর বিষয়টিও চূড়ান্ত হয়েছে।