ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলো বৃহষ্পতিবার। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ড্রতে লিওনেল মেসির ইন্টার মিলান গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ পেয়েছে। গ্রুপ পর্বে মেসির দল পালমেইরাস, এফসি পোর্তো ও আল আহলি ক্লাবের বিপক্ষে খেলবে। উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মিসরের ক্লাব আল আহলির বিপক্ষে মাঠে নামবে।
এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে মোট ৩২টি দল অংশ নেবে। দলগুলোকে আটটি দলে ভাগ করা হয়েছে। প্রতি দলে চারটি করে দল রয়েছে। ইন্টার মায়ামি খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে দলগুলো একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। শীর্ষ দুই দল নক আউট পর্বে উত্তীর্ণ হবে। আগামী ১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে প্রতিযোগিতা। মাসব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
মোট ১২টি ভেন্যুতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা ও মেক্সিকোতে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি লড়বে ‘জি’ গ্রুপে। গ্রুপ পর্বে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জুভেন্টাস, আল আইন ওয়াইদাদকে।
এদিকে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। এমবাপ্পের রিয়াল মাদ্রিদ, নেইমারের আল হিলাল ক্লাবের পাশাপাশি ‘এইচ’ গ্রুপে রয়েছে সলজবুর্গ ও পাচুকা।
গ্রুপ এ: ইন্টার মায়ামি, পালমেইরাস, আল আহলি ও এফসি পোর্তো।
গ্রুপ বি : প্যারিস সেন্ত জার্মেই, আতলেতিকো মাদ্রিদ, বোটাফোগো ও সিয়েটল সাউন্ডার্স।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রুপ ডি: ফ্ল্যামেঙ্গো, চেলসি, ক্লাব লিও, স্পোর্টিভ ডি তিউনিসি।
গ্রুপ ই: রিভার প্লেট, ইন্টার মিলান, মন্তেরে, উরাওয়া রেড ডায়মন্ডস।
গ্রুপ এফ: বরুশিয়া ডর্টমুন্ড, উলসান, ফ্লুমিনেস, মামেলোডি সানডাউন্স।
গ্রুপ জি:ম্যানচেস্টার সিটি, ওয়াইডাড, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ,আল হিলাল, পাচুকা, সলজবুর্গ।