২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি এখন ওয়াশিংটনে
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ড্র সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছাল ফিফা বিশ্বকাপ ট্রফি । শুক্রবার ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ড্রয়ের আগে ট্রফিটি শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানে প্রদর্শন করা হয়েছে।

বুধবার বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি প্রদর্শিত হয় ওয়াশিংটনের বিখ্যাত জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। সেখানে উপস্থিত ছিলেন ফিফা লিজেন্ড ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক রিও ফার্ডিনান্ড। তিনি এবং ফিফার প্রতিনিধিরা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ফাইনাল ড্রয়ের মূল হলের প্রথম ঝলক। ফার্ডিনান্ড জানান, ৪৮ দলের এই ঐতিহাসিক ড্র পরিচালনা করতে পেরে তিনি গর্বিত ও উচ্ছ্বসিত। ড্র অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন পুরস্কারজয়ী উপস্থাপক সামান্থা জনসন।
এবারের ফাইনাল ড্রকে ঘিরে থাকছে তারকাখচিত সহকারী প্যানেল। মার্কিন কিংবদন্তি টম ব্র্যাডি, ওয়েন গ্রেটস্কি, অ্যারন জাজ এবং এনবিএ সুপারস্টার শাকিল ও’নিল অংশ নেবেন ড্র এর বিভিন্ন পর্বে। লাল গালিচা উপস্থাপক হিসেবে থাকবেন এনএফএল তারকা ইলি ম্যানিং, যিনি অনুষ্ঠানে যুক্ত করবেন অতিরিক্ত রোমাঞ্চো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















