ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের সাফল্য – এগোল ভারতবধের পর

ফিফা র‍্যাংকিং

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের সাফল্য

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ভারতবধের পর ফিফা র‍্যাংকিংয়ে এগোল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে উত্তাপের শেষ ছিল না। ঘরের মাঠের খেলায় ১-০ গোলে জয়ের মাধ্যমে ভারতের বিপক্ষে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। প্রতিবেশি এবং ফুটবল মাঠের চির প্রতিদ্বন্দ্বী দেশটির বিপক্ষে ২২ বছর পর জয়ের দেখা পেয়েছে ফুটবল মাঠে নতুন করে উদ্দীপনা ছড়ানো বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় ধরণের উন্নতি হয়েছে। ১৮০ তম স্থানে উঠে এসেছে লাল সবুজের দেশটি- ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের সাফল্য আরও মজবুত করল দেশের ফুটবল গৌরব।

এদিকে বাংলাদেশের কাছে হারের ফলে ভারতের বড় ধরণের অবনমন হয়েছে। ছয় ধাপ নিচে নেমেছে তারা, বর্তমানে ১৪২তম স্থানে। তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে এখনো ভারত নেতৃত্ব দিচ্ছে। দক্ষিণ এশিয়ার সাত দলের মধ্যে ভারতের পরেই রয়েছে মালদ্বীপ, ১৭৩তম স্থানে। এরপরেই অবস্থান করছে বাংলাদেশ। তার পরে যথাক্রমে রয়েছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। সবার শেষে পাকিস্তান।

বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দলের অবনমন হয়েছে। শুধু বাংলাদেশ র‍্যাংকিংয়ে এগিয়েছে। ব্যতিক্রম মালদ্বীপ; তারা নিজেদের ম্যাচে হারলেও আগের অবস্থান (১৭৩) ধরে রেখেছে। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের সাফল্য স্পষ্টভাবে তুলে ধরে দেশের ফুটবলে নতুন প্রেরণা।

এদিকে নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে স্পেন (১৮৭৭) শীর্ষস্থান ধরে রেখেছে। তারপর যথাক্রমে রয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১৮৭৩), ফ্রান্স (১৮৭০), ইংল্যান্ড (১৮৩৪), ব্রাজিল (১৭৬০.৪৬), পর্তুগাল (১৭৬০.৩৮), নেদারল্যান্ডস (১৭৫৬), বেলজিয়াম (১৭৩০), জার্মানি (১৭২৪) ও ক্রোয়েশিয়া (১৭১৬)।

এশিয়া অঞ্চলে র‍্যাংকিংয়ে নেতৃত্ব দিচ্ছে জাপান ও ইরান।

Exit mobile version