এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিপাইনকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে চূড়ান্ত পর্বে খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশের তরুণরা। ১৯ অক্টোবর কম্বোডিয়ার কাছে ১-০ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করে সাইফুল বারী টিটুর ছেলেরা।
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ দলে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী স্ট্রাইকার আরহাম ইসলাম। প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে দারুণ খেলা এই ফুটবলার এই ম্যাচেও প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়িয়েছেন। গোলের পেছনেও তার অবদান আছে।
ম্যাচের ১৮তম মিনিটে ফ্রি কিক থেকে মিডফিল্ডার মোহাম্মদ শফিক রহমান বাংলাদেশকে এগিয়ে দেন। বক্সের ঠিক বাইরে আরহামকে ফাউল করে ফিলিপাইনের এক ডিফেন্ডার। রেফারি ফাউলের বাশি বাজালে ফ্রি কিক থেকে গোল করেন শফিক রহমান।
ফিলিপাইনের বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার পেছনে অন্যতম কৃতিত্ব রেখেছেন গোলরক্ষক আলিফ রহমান। ১৫তম মিনিটে এগিয়ে এসে প্রতিপক্ষের স্ট্রাইকারকে বাধা দেন আলিফ। পেনাল্টি পায় ফিলিপাইন। কিন্তু শট ঠেকিয়ে দেন আলিফ। এমনকি ফিরতি শট নিলেও সেটি রুখে দেন তিনি।