ফিলিস্তিনি কিংবদন্তি ফুটবলার সুলেইমান আল–ওবেইদকে দেওয়া উয়েফার শ্রদ্ধাঞ্জলিতে প্রশ্ন তুলেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ‘ফিলিস্তিনের পেলে’ খ্যাত এই সাবেক ফরোয়ার্ড গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। তার বয়স হয়েছিল ৪১ বছর।
উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে আল–ওবেইদকে শ্রদ্ধা জানিয়ে লিখেছিল, “একজন প্রতিভাবান খেলোয়াড়, যিনি অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশার আলো দেখিয়েছেন।”
তবে সালাহ ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আপনারা কি আমাদের বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় এবং কেন মারা গিয়েছেন?”

ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেইমান আল-ওবেইদ। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বুধবার (৬ আগস্ট) গাজার রাফাহ অঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষায় ছিলেন, সেই সময়ই দখলদার বাহিনীর গুলিতে প্রাণ হারান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলো ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, পাঁচ সন্তানের জনক সুলেইমান ওবেইদ ফিলিস্তিনের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। ফুটবলপ্রেমীদের কাছে তিনি ‘প্যালেস্টাইনের পেলে’ নামেও খ্যাত ছিলেন। খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন খাদামাত আল-শাতি ক্লাবে। পরে তিনি খেলেছেন অধিকৃত পশ্চিম তীরের আল-আমারি ইয়ুথ সেন্টার ও গাজা স্পোর্টস ক্লাবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















