ফুটবলকে বিদায় ঘোষণা মাতিপের

সময়টা যেন মোটেও ভালো যাচ্ছিল না! লিভারপুলের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর দল পাচ্ছিল না জোয়েল মাতিপ। এবার হুট করে সবকিছুর ইতিই ঘোষণা দিলেন ক্যামেরুনের এই ডিফেন্ডার। মাত্র ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন লিভারপুলের সাবেক এই তারকা।

শনিবার এক বিবৃতিতে মাতিপের অবসরের কথা জানায় তার সাবেক ক্লাব লিভারপুল। তিনি ২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দেন। অ্যানফিল্ডের ক্লাবটিতে ৮ বছর কাটা। এরপর গত মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ক্লপ।

সবশেষ গত ডিসেম্বরে মাঠে নামেন মাতিপ। ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগে ৪-৩ গোলে জেতা ওই ম্যাচে ৬৯ মিনিট খেলেন তিনি। এরপর লিগামেন্ট চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপর আর মাঠে ফেরা হয়নি। ফলে সেটাই হয়ে রইল পেশাদার ফুটবলে তার শেষ ম্যাচ।

উল্লেখ্য, জার্মানিতে জন্ম নেওয়া মাতিপ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন ক্যামেরুনের হয়ে। আফ্রিকার দেশটির জার্সিতে ২৭ ম্যাচে মাঠে নামা এই ফুটবলার ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলেছেন। তবে ২০১৫ সালের পর আর আন্তর্জাতিক ফুটবল খেলা হয়নি তার।

Exit mobile version