এফএ কাপ থেকে ছিটকে গেলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় টাইব্রেকারে ফুলহামের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ের খেলায় ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। এ জয়ের ফলে ফুলহাম কোয়ার্টার ফাইনালে উঠেছে।
টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ফুলহামের গোলরক্ষক। টাইব্রেকারে তিনি দুটি শট রুখে দেন।
অ্যাওয়ে ম্যাচে ফুলহাম প্রথমার্ধের শেষ মূহুর্তের গোলে এগিয়ে যায়। কালভিন বাসে প্রথমার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে সেই গোল ফিরিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে দৃঢ়তা দেখান লেনো। তার দৃঢ়তায় ফুলহাম পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।
ফুলহাম এ পর্যন্ত একবারই এফএ কাপের ফাইনালে খেলেছে। তবে সেবার তারা শিরোপার দেখা পায়নি। সে সময় শিরোপা নির্ধারণী ম্যাচে ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে হেরে যায়।