ফেডারেশন কাপ ফুটবলের কোয়ালিফিকেশন রাউন্ডে জয় অব্যাহত রেখেছে আবাহনী ও রহমতগঞ্জ। মঙ্গলবার উভয় দল নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। একই ব্যবধানে রহমতগঞ্জ হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এ ম্যাচটি ময়মনসিংহে অনুষ্ঠিত হয়।
তিন ম্যাচের সবকটিতেই জয় আবাহনী ও রহমতগঞ্জের। উভয় দলের পয়েন্ট ৯।পয়েন্ট সমান হলেও গোল গড়ে রহমতগঞ্জ শীর্ষে। আগামী ৪ ফেব্রুয়ারি আবাহনী ও রহমতগঞ্জ মুখোমুখি হবে। সে ম্যাচেই নির্ধারিত হবে কারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আবাহনীর সামনে জয়ের বিকল্প নেই। আর গোল গড়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে রহমতগঞ্জের জন্য ড্র যথেষ্ঠ হবে।
সহজ জয় পেলেও গোল পেতে আবাহনীকে হা পিত্যিশ করতে হয়েছে। প্রথম গোলের জন্য তাদের ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। আবাহনী প্রথম গোল পায় পেনাল্টিতে। ইয়াসিন খান পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। পরের ছয় মিনিটে জোড়া গোল পায় আবাহনী। ৬৮ মিনিটে মুরাদ হোসেন এবং ৭১ মিনিটে মাহদি ইউসুফ করে গোল দুটো।
ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপকেষ রহমতগঞ্জ শুরুতেই গোল আদায় করে নিয়েছিল। প্রথমার্ধেই তারা ২-০ গোলে এগিয়ে যায়। মিশরের মিডফিল্ডার মোস্তফা, স্যামুয়েল বোয়ের্টে ও মোহাম্মদ তোফা গোল করেন।