রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। বৃহষ্পতিবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত ফিরতি লেগের ম্যাচে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে ম্যানইউ। প্রথম লেগের খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ৫-২ গোল গড়ে জয় পেয়েছে দলটি।
কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্রেঞ্চ লিগের দল লিও’র বিপক্ষে মাঠে নামবে।
নিজেদের মাঠে সহজ জয় পেলেও ম্যাচের শুরুটা ম্যানইউ সমর্থকদের জন্য মোটেও স্বস্তিকর ছিল না। বরং ম্যাচের দশম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়েছিল। পেনাল্টি থেকে গোল করে মাইকেল রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে নিয়েছিলেন। ২-১ গোল গড়ে এগিয়ে গিয়েছিল তারা।
খুব বেশিক্ষণ এই গোলের বোঝা ম্যানইউকে বইতে হয়নি। ছয় মিনিট পর ব্রুনো ফের্নান্দেস গোল করে সমতায় ফেরান। তার গোলটিও ছিল পেনাল্টি থেকে করা।
প্রথমার্ধ ১-১ গোলে খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্নান্দেস আবার পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের শেষ সময়ে ম্যানইউ দুই গোল পায়। ৮৭ মিনিটে ফের্নান্দেস গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন। ইনজুরি সময়ে দিয়াগো দালোত করেন চতুর্থ গোলটি।