ইংলিশ প্রিমিয়ার লিগে ফের ছন্দছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড। সত্যি বলতে, গত কয়েক মৌসুম ধরেই সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা ভুগছে ক্লাবটি। চলতি মৌসুমেও তা পিছু ছাড়েনি।
পরপর দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ গোল। সেখানে নিজেদের জাল রেখেছিল অক্ষত। অবিশ্বাস্য ওই দুই পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেই আশা ফিকে হতেও সময় লাগল না।
ক্রিস্টাল প্যালেসের মাঠে এবার গোল করতেই ভুলে গেল দলটি। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে বল দখল কিংবা আক্রমণ। আধিপত্য করেও জিততে পারেনি ইউনাইটেড। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইউনাইটেড।