স্প্যানিশ ফুটবলে আবারও পয়েণ্ট হারাল রিয়াল মাদ্রিদ। বৃহস্পদিবার রাতে পালমাসের মাঠে লা লিগার ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ম্যাচের শুরুতে আলবের্তো মোলেইরোর গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র।
এবার লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম তিন ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রেয়াল। মায়োর্কার সঙ্গে ১-১ ড্রয়ের পর গত রাউন্ডে রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল তারা।
আর এই ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে লা লিগায় কিলিয়ান এমবাপের প্রথম গোলের অপেক্ষা বাড়ল আরও। লিগে তিন ম্যাচ খেলে এখনও জালের দেখা পেলেন না ফরাসি তারকা।
