স্বাগতিক ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে পুরুষ ফুটবলের স্বর্ণ জিতলো স্পেন। প্যারিস সেন্ট জার্মেই এর মাঠ পার্ক দ্য প্রিন্সেসে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় ফ্রান্সকে ৫-৩ গোলে হারায় স্পেনের যুবারা। ইউরো ফুটবলে জাতীয় শিরোপা জয়ের পর অলিম্পিকে যুব দলের স্বর্ণ জয়ের পর অনন্য উচ্চতায় স্পেন ফুটবল।
অলিম্পিকে ১৯৯২ সালে সর্বশেষ স্বর্ণ জিতেছিলো স্পেন। আর ফ্রান্স জিতেছিলো ৪০ বছর আগে। এবার স্বাগতিক দল হিসেবে পুরো আসরেই দুদান্ত ফুটবল খেলে ফ্রান্স। ফাইনালেও তারা শুরুতে গোল করে। ফ্রান্স পরে ঘুরে দাঁড়ালেওঅতিরিক্ত সময়ের খেলায় স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি কিলিয়ান এমবাপ্পের উত্তসূরীরা।
পিএসজি’র হোম ভেন্যুতে ১১ মিনিটেই লিড নেয় ফ্রান্স। গোল করেন এনজো মিলো। এই গোলে অবশ্য স্পেনের রক্ষণের ভুলই বেশি ছিলো। অবশ্য ৭ মিনিট পরই ফারমিন লোপেজের স্কোরে সমতায় ফেরে স্পেন।
সমতায় ফেরার পর আক্রমণের পর আক্রমণে ফ্রান্সকে পাগল করে দেয় স্পেন। তুলে নেয় জোড়া গোল। ২৫ মিনিটে লোপেজ ও ২৮তম মিনিটে অ্যালেক্স বায়েনা গোল করলে ৩-১ এ লিড নিয়ে সমতায় যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। ৭৯ মিনিটে মাঘন আকলিয়ুচে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন। পরে পেনাল্টি থেকে জ্য ফিলিপে মাতেতা গোল করলে নির্ধারিত সময়ের খেলায় শেষ হয় সমতায়।
অতিরিক্ত সময়ে উভয় দলই দুর্দান্ত খেলা উপহার দেয়। তবে গোল পায় স্পেনই। ১০০ ও ১২০ মিনিটে স্পেনের পক্ষে জোড়া গোল তুলে নেন কামেয়ো। আর স্পেনও মাতে স্বর্ণ জয়ের উল্লাসে।