রেইমসকে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জয় করেছে প্যারিস সেন্ত জার্মেই। গতরাতে তারা নিজেদের মাঠের খেলায় ৩-০ গোলে জয় পেয়েছে। এর মাঝ দিয়ে প্যারিস সেন্ত জার্মেই এ মৌসুমে তৃতীয় ঘরোয়া শিরোপার দেখা পেল। এর আগে তারা লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপ জয় করেছ। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ কাপ জয় করেছে। এ শিরোপা জয়ের মাঝ দিয়ে তারা ট্রেবল জয়ের সম্ভাবনাও ধরে রেখেছে।
ট্রেবল জয়ের জন্য প্যারিস সেন্ত জার্মেইয়ের এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগ জয় দরকার। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের এই শিরোপা জয় থেকে তারা মাত্র এক পা দূরে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ফাইনালে উঠেছে। আগামী ৩১ মে শিরোপা লড়াইয়ে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে। ফ্রেঞ্চ কাপ জয়ের মাঝ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিটা তারা সেরে রেখেছে।
এবারের ফ্রেঞ্চ কাপ জয়ের মাঝ দিয়ে শিরোপা সংখ্যায় রেকর্ড গড়েছে পিএসজি। রেকর্ড ১৬তম বার শিরোপা জয় করেছে দলটি।
ম্যাচে তিন গোলের তিনটিই হয় প্রথমার্ধে। ব্রাডলি বার্কোলা জোড়া গোল করেন। অন্য গোলটি করেন আশরাফ হাকিমি। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পান বার্কোলা। ১৬ ও ১৯ মিনিটে গোল তিনটি করেন তিনি। আর ৪৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান হাকিমি।
