ক্লাব বিশ্ব কাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে অন্য মহাদেশের সঙ্গে ইউরো ফুটবলের পার্থক্যটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজ মহাদেশে সুবিধাজনক অবস্থায় না থাকলেও ক্লাব বিশ্ব কাপে দক্ষিণ আমেরিকার দল ফ্লামেঙ্গোকে পেয়ে উড়লো বায়ার্ন। ৪-২ গোলে ফ্লামেঙ্গোকে হারিয়ে বায়ার্ন কোয়ার্টার ফাইনাল উঠেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা প্যারিস সেন্ত জার্মেইয়ের মোকাবেলা করবে। ফ্রান্সের এ ক্লাবটি লিওনেল মেসির ইন্টার মায়ামিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
ফ্ল্যামেঙ্গো হয়তো এ ম্যাচ আরো একটু বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারতো। কিন্তু ম্যাচের শুরুতে আত্মঘাতি গোল হজম তাদেরকে একটু হলেও মানসিকভাবে পিছিয়ে দেয়। ষষ্ঠ মিনিটে এরিক পুলগার নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয় ফ্ল্যামেঙ্গো গোলরক্ষককে। মাত্র তিন মিনিট পর হ্যারি কেন গোল করেন। মাত্র ৯ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে ফ্ল্যামেঙ্গো।
খেলায় ফেরার জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ফ্ল্যামেঙ্গো। ৩৩ মিনিটে গারসনের গোলে তারা ব্যবধান কমিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ইঙ্গিত দেয়। কিন্তু বিরতির আগে লিয়ন গোরেতকা গোল করে বায়ার্নকে ৩-১ গোলে এগিয়ে নেয়।
প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ফ্ল্যামেঙ্গো। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলিয়ান ক্লাবটি গোল করে ব্যবধান কমায়। ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসলে তা উড়িয়ে দেন হ্যারি কেন। ৭৩ মিনিটে তিনি দ্বিতীয় গোল করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















