ফ্ল্যামেঙ্গো অনূর্ধ্ব-২০ দলের কাছে ৫ গোল হজম টেন হাগের লেভারকুসেনের

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থতার পর চাকরি হারানো এরিক টেন হাগের নতুন শুরুটাও হয়েছে হতাশাজনক। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে অভিষেক ম্যাচেই বড় ব্যবধানে হেরেছেন এই ডাচ কোচ। ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব-২০ দলের কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লেভারকুসেন।

গত বছর অক্টোবরে ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর কয়েক মাস কোচিংয়ের বাইরে ছিলেন টেন হাগ। চলতি বছরের ২৬ মে লেভারকুসেনের দায়িত্ব নেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন।

রিও ডি জেনিরোয় প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচে শুরু থেকেই খেই হারায় লেভারকুসেন। ম্যাচের ২ মিনিটে লরেন গোল করে এগিয়ে নেন ফ্ল্যামেঙ্গো। এরপর ১০ ও ৩৯ মিনিটে গনসালেভসের জোড়া গোল এবং প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রো লেয়াওয়ের গোলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন।

বিরতির পরও দুঃস্বপ্ন কাটেনি। ৫৪ মিনিটে গুস্তাভোর গোলে ব্যবধান হয় ৫-০। এরপর অবশ্য আর গোল খায়নি লেভারকুসেন। ৭০ মিনিটে কুলব্রেথের করা একমাত্র সান্ত্বনার গোলে ম্যাচ শেষ হয় ৫-১ ব্যবধানে।

এই লজ্জার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছেন টেন হাগ। তবে ম্যাচ শেষে টেন হাগ জানিয়েছেন, এই হারে তিনি বেশি চিন্তিত নন। তার ভাষায়, ‘ফলটা অবশ্যই খারাপ। তবে এটা প্রাক-মৌসুমের ম্যাচ। আমি এই ফলকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। তবে কখনোই এত বড় ব্যবধানে হারা উচিত নয়।’

প্রথম ম্যাচে এমন বাজে পারফরম্যান্সের পরও নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন টেন হাগ। তিনি বলেন, ‘ফলাফলের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো খেলোয়াড়ের ইনজুরি না হওয়া। ম্যাচটা একটু পরে হলে ভালো হতো। লেভারকুসেনের তরুণ খেলোয়াড়দের নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে, তবে আমাদের তাদের প্রতি বেশি কঠোর হওয়া উচিত হবে না।’

Exit mobile version