দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই অর্জনের আনন্দে পুরো ক্লাব জুড়ে ফিরেছে উৎসবের আমেজ। বহু বছর পর ক্লাব প্রাঙ্গণে আলোকসজ্জা করা হয়েছে, এমন মুহূর্তে ক্লাব কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন একটি জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের।
আগামী ৩১ মে ক্লাব প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সময়ের সংকট ও বিদেশি খেলোয়াড়দের ফিরে যাওয়ার কথা মাথায় রেখে দ্রুতই এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হবে। আবহাওয়া অনুকূলে থাকলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এদিকে খেলোয়াড়দের পারিশ্রমিক ও বোনাস নিয়েও চলছে প্রস্তুতি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে বোনাসের অঙ্ক জানানো হয়নি, তবে ক্লাব সূত্রে জানা গেছে, সকল খেলোয়াড়কে যথাযথ পুরস্কৃত করা হবে। ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর আশ্বস্ত করেছেন, ঈদের আগেই খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করা হবে।
ফুটবল দলনেতা মঞ্জুরুল আলম মঞ্জু জানিয়েছেন, ডলার সংকটের কারণে কিছুটা দেরি হলেও এখন আর সে সমস্যা নেই। পাশাপাশি এএফসি টুর্নামেন্টে অংশগ্রহণ না করতে পারা নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, “চ্যাম্পিয়ন হয়ে এএফসিতে না যাওয়া মোহামেডানের জন্য হতাশার।”
রহমতগঞ্জের বিপক্ষে পরবর্তী ম্যাচ শেষে মাঠেই ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে। সেই ট্রফিটি ৩১ মে সংবর্ধনায় প্রদর্শিত হবে বলেও নিশ্চিত করেছেন মঞ্জু।
