ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচেও ভাগ্য পরিবর্তন হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। সোমবার নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে গেছে। দুটি গোলই হয় প্রথমার্ধের শুরুতে। আলেক্সান্ডার ইসাক ও জোয়েলিন্টন করেন গোল দুটি। ঘরের মাঠে লিগ ম্যাচে এটা ম্যানইউয়ের টানা তৃতীয় হার।
সর্বশেষ ছয় ম্যাচে ম্যানইউয়ের এটা ছিল পঞ্চম হার। এ হারের ফলে পয়েন্ট টেবিলে আরও নিচের দিকে নেমে গেছে ম্যানইউ। বর্তমানে ১৯ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে তারা চতুর্দশ স্থানে রয়েছে। ১৯৮৯ সালের পর এমন বাজে অবস্থায় থেকে বছর শেষ করলো ম্যানইউ। সে সময়ে তারা বছর শেষে ১৫তম স্থানে ছিল।
নিজেদের মাঠের খেলায় ম্যাচ শুরু হতে না হতেই হতভম্ব হয়ে যায় ম্যানইউ। ম্যাচের বয়স তখন মাত্র চার মিনিট, আর তখনই ম্যানইউয়ের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। লুইস হলের কাছ থেকে উড়ে আসা বলে হেড করে ইসাক বল ম্যানইউয়ের জালে জড়িয়ে দেন। ১১ ম্যাচে ইসাকের এটা ১১তম গোল। ডিসেম্বর মাসে তিনি আট গোল করেছন। ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনো খেলোয়াড়ের তুলনায় তিনি ডিসেম্বরে সবচেয়ে বেশি গোল করেছেন।
১৯ মিনিটে নিউক্যাসলের হয়ে দ্বিতীয় গোল করেন জোয়েলিন্টন। এ গোলটি ছিল প্রায় প্রথম গোলের এক কার্বন কপি। অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন জোয়েলিন্টন।
ওল্ড ট্রাফোডে ১৯৭২ সালের পর ৪০ লিগ ম্যাচে এটা নিউক্যাসলের দ্বিতীয় জয়। তাছাড়া ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন লিগ ম্যাচে হারলো ম্যানইউ। ডিসেম্বর মাসে তারা মোট ১৮ গোল হজম করেছে। ১৯৬৪ সালের মার্চ মাসের পর থেকে এই প্রথম তারা এক মাসে এত বেশি গোল হজম করেছে। এই রেকর্ডটা আরো লজ্জার হতে পারতো। বিরতির আগে আন্দ্রে ওনানা নিউক্যাসেলের হয়ে বল ম্যানইউয়ের জালে ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















