ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলতে আগামী মাসে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দুটিকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিক দল তৈরিতে বড় চমক দেখিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। দলে জায়গা পেয়েছেন নতুন তিন মুখ।
আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দুটি মাঠে গড়াবে। তাঁর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাফুফে।
সবকিছু ঠিক থাকলে ১ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই অনুশীলনকে সামনে রেখেই ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক দল ঘোষণা করেছে তাঁরা।
২৮ জনের এই স্কোয়াডে চোটের কারণে জায়গা হারিয়েছেন জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেখ মোরছালিন ও তারেক কাজী।
অন্যদিকে প্রিমিয়ার লিগে ভালো করে জায়গা পেয়েছেন নতুন তিন ফুটবলার। তাঁরা হচ্ছেন, রাব্বি হোসেন, কাজেম শাহ এবং মোহাম্মদ তাজউদ্দিন।
গত বছর শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া আনিসুর রহমান জিকো ও তপু বর্মণও দলে ফিরেছেন।
সৌদি আরবের কিং ফয়সাল স্পোর্টস সিটিতে ১৭ মার্চ থেকে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। সেখান থেকে ২৩ সদস্যের মূল স্কোয়াড নিয়ে কুয়েতে যাবে কাবরেরার দল।
কুয়েতে আগামী ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ফিরতি লেগে ২৬ মার্চ কিংস অ্যারেনায় নিজেদের হোম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে তাঁরা।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডঃ
গোলকিপার : আনিসুর রহমান, মিতুল মারমা, মেহেদী হাসান, মাহফুজ হাসান।
রক্ষণভাগ : বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তপু বর্মণ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল আহমেদ, সাদউদ্দিন, তাজউদ্দিন।
মিড ফিল্ডার : সোহেল রানা সিনিয়র, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবর রহমান জনি , রবিউল হাসান, সৈয়দ কাজেম শাহ, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ।
আক্রমণভাগ : রাকিব হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম।