নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ সূচনা করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে অ্যাওয়ে ম্যচে তারা ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে। আর্লিং হালান্ড জোড়া গোল করেছেন। এছাড়া গোল করেছেন ম্যানসিটির নতুন রিক্রুট টিজানি রেইনডার্স ও রায়ান চেকরি। এ জয়ের ফলে এক ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি।
মৌসুমের প্রথম ম্যাচে টটেনহাম হস্পার, লিভারপুল ও সান্ডারল্যান্ড জয় পেয়েছে।
এ জয়ের ফলে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেষ্টার সিটির সপ্তম প্রিমিয়ার লিগ জয়ের মিশন শুরু হয়েছে। বড় ব্যবধানে জয় পেলেও শুরুটা মোটেও সহজ ছিল না। ওলভারহ্যাম্পটন দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। যে কারণে প্রথম গোলর জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। ৩৪ মিনিটে প্রথম গোল পায় ম্যানসিটি।
টিজানি রেইনডার্সের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে হালান্ড দলকে এগিয়ে নেন। এ গোলই যেনো ম্যানসিটি গোলের পথটা চিনিয়ে দেয়। চেনা পথে দ্বিতীয় গোল পেতে মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয়েছে ম্যানসিটিকে। তিন মিনিট পর টিজানি রেইনডার্স আর রূপকার নন, নিজেই স্কোরশিটে নাম লেখান। ম্যানসিটি দ্বিতীয়ার্ধে আরো দুই গোল পায়।
এদিকে টটেনহাম হস্পার ৩-০ গোলে বার্নলিকে, একই ব্যবধানে সান্দারল্যান্ডকে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ও লিভারপুল ৪-২ গোলে বোর্নমাউথকে হারিয়েছে।
