লা লিগায় বার্সেলোনা আবার শীর্ষস্থানে ফিরে এসেছে। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে তারা শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। নিজেদের মাঠের খেলায় তারা ৪-০ গোলে জয় পায়।
রোববার রাতের জয় ছিল এবারের মৌসুমে লা লিগায় বার্সেলোনার টানা ষষ্ঠ জয়। এর ফলে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। ৫৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় স্থানে, আর ৫৪ পয়েন্ট পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।
নিজেদের মাঠের খেলায় উভয়ার্ধে দুটি করে গোল পায় বার্সেলোনা। ২৫ মিনিটে জেরার্ড মার্টিন গোল করে এগিয়ে নেওয়ার পর চার মিনিট পর মার্ক কাসাদো গোল করে বার্সেলোনাকে দুই গোলে এগিয়ে নেন। বিরতির পর রোনাল্ড আরাজাউ ও রবার্ট লেফানদোভস্কি গোল করেন। আরাজাউ ৫৬ মিনিটে গোল করেন। লেফানদোভস্কি গোল পান ৬০ মিনিটে।
চার গোল করার পর ম্যাচের বাকি সময়ে দীর্ঘ ৩০ মিনিটে আর কোনো গোলের দেখা পায়নি। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে দারুণ এক স্বস্তি নিয়ে মাঠে নামতে পারবে। বুধবার তারা পর্তুগালের দল বেনফিকার মুখোমুখি হবে।
রোববারের ম্যাচে গোলের মাঝ দিয়ে লেফানদোভস্কি এবারের মৌসুমে ৩৪তম গোলের দেখা পেলেন। বিশ্বের শীর্ষ পাঁচ লিগে খেলা কোনো খেলোয়াড়ই এ মৌসুমে এখন পর্যন্ত এত গোল করতে পারেনি।