তরুণ প্রতিভা গড়ে তোলার কারখানা যেন বুরুশিয়া ডর্টমুন্ড। ক্লাবটি এর আগেও বিশ্বের অন্যতম সেরা তারকাদের ক্যারিয়ারের সূচনা করেছে। এবার সেই ঐতিহ্যের নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছেন জোবে বেলিংহাম, যিনি পরিচিত আরও একজন তারকার ছোট ভাই হিসেবে—জ্যুড বেলিংহাম।
রিয়াল মাদ্রিদের মিডফিল্ড তারকা জ্যুড বেলিংহাম ডর্টমুন্ড থেকেই নিজেকে চিনিয়েছিলেন বিশ্বমঞ্চে। এবার সেই ক্লাবেই যাচ্ছেন তাঁর ছোট ভাই, সান্দারল্যান্ডের ১৮ বছর বয়সী মিডফিল্ডার জোবে বেলিংহাম।
স্কাই জার্মানির তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চলছে। তবে সান্দারল্যান্ড ৪০ মিলিয়ন ইউরোর নিচে তাকে ছাড়তে চাচ্ছে না বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড। যদিও জোবে নিজে নাকি জানিয়ে দিয়েছেন, তিনি কেবল ডর্টমুন্ডেই খেলতে চান।
চলতি মৌসুমে সান্দারল্যান্ডের হয়ে দুর্দান্ত খেলেছেন জোবে। ৪৩ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। গোল করেছেন ৩টি, করিয়েছেন ৪টি। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল মধ্যমাঠের নিয়ন্ত্রণ—যা ভবিষ্যতের বড় মঞ্চে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টও তাঁর পেছনে ছিল, তবে জোবে যেখানে খেলতে চান, সেখানেই যেতে চান। বড় ভাইয়ের সাফল্যগাঁথা পথ ধরে তিনিও হয়তো ইউরোপিয়ান ফুটবলে নিজের নামটা প্রতিষ্ঠিত করতে চান।
বুরুশিয়া ডর্টমুন্ড যেমন তারুণ্যে আস্থা রাখে, ঠিক তেমনি জোবে বেলিংহামও চান নিজের পরিচয় গড়ে তুলতে। এবার দেখা যাক, বড় ভাইয়ের ছায়া পেরিয়ে নিজের আলাদা জায়গা তৈরি করতে পারেন কি না এই প্রতিভাবান ইংলিশ মিডফিল্ডার।
