জাতীয় দলের সতীর্থ ও প্রিয় বন্ধু পেপের অবসরের ঘোষণার পর আবেগঘন পোস্ট দিলেন কিংবদন্দি ক্রিস্টিয়ানো রোনালদো। পেপকে শুভকামনা জানানোর পাশাপাশি তাকে নিজের ভাই বলেও সম্বোধন করেন সিআরসেভেন।
দীর্ঘ দিন জাতীয় দল ও ক্লাব ফুটবলে একসঙ্গে খেলেছেন পেপে এবং রোনালদো। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের ১০ মৌসুম কাটিয়েছেন পেপে। তার মধ্যে ৮ মৌসুমেই ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশে পেয়েছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) পেপে দীর্ঘ ২৩ বছরের ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দেন। তার বিদায়ে রোনালদো লিখেছেন, ‘তুমি আমার কতটা আপন তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা একসঙ্গে মাঠে খেলেছি এবং জিতেছি। তবে সবচেয়ে বড় অর্জন আমাদের বন্ধুত্ব ও শ্রদ্ধা। তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।’