নারী কোপা আমেরিকা ফুটবলে গোল উৎসব করেছে কলাম্বিয়া। মঙ্গলবার তারা বলিভিয়াকে ৮-০ গোলে হারিয়েছে। কলাম্বিয়ার এই আট গোল করেছেন সাত খেলোয়াড়। মন্তোয়া জোড়া গোল করেছেন। এছাড়া একটা গোল ছিল আত্মঘাতি।
কলাম্বিয়ার আট গোলের পাঁচটি হয়েছে প্রথমার্ধে। এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে তাদের সেমিফাইনালে খেলা অনেকটা নিশ্চিত হয়েছে। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট সাত। দলটির আরো একটি ম্যাচ বাকি রয়েছে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ গ্রুপের অন্যতম শক্তিশালী দল ব্রাজিল।
বলিভিয়াকে প্রতি দলই গোলবন্যায় ভাসিয়েছে। চার ম্যাচে তারা ২৫ গোল হজম করেছে। এই কলাম্বিয়ার বিপক্ষে তারা সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে। ২৫ গোলের বিপরীতে তারা মাত্র একবারই প্রতিপক্ষের জালে বল ফেলেছে।
দক্ষিণ আমেরিকার দশ দল নিয়ে শুরু হয়েছে নারী কোপা আমেরিকা। ব্রাজিল ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সঙ্গে রয়েছে কলাম্বিয়া, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে ও বলিভিয়া। এরই মধ্যে ৪ ম্যাচের সবকটিতে হেরে বলিভিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। বাকি চার দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও পেরু। এরই মধ্যে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলে শতভাগ জয় নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। তাদের সঙ্গে হওয়ার লড়াইয়ে রয়েছে চিলি, ইকুয়েডর ও উরুগুয়ে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরের এবং চিলি উরুগুয়ের মুখোমুখি হবে।
