নারী কোপা আমেরিকায় পুরুষ বিশ্বকাপ ফুটবলের সেভেন আপ স্মৃতি ফিরিয়ে আনলো ভেনেজুয়েলা। জার্মানি যেমন ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল গতকাল নারী কোপা আমেরিকায় গ্রুপ পর্বের খেলায় সেই একই ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে ভেনেজুয়েলা। হ্যাটট্রিক করেছেন অ্যালুভে। এছাড়া স্কোরশিটে নাম লিখিয়েছেন গার্সিয়া, চিরিনস, কারাসকো, গুয়ারেকুকো। বিরতির আগে ভেনেজুয়েলা ৩-১ গোলে এগিয়ে ছিল।
এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে ভেনেজুয়েলা সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে ভেনেজুয়েলা। তবে পথটা বেশ কঠিন। ৩ ম্যাচ থেকে ভেনেজুয়েলা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে কলাম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে শীর্ষে। ফলে শেষ চারে নাম লেখাতে কলাম্বিয়ার সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভেনেজুয়েলাকে।
এদিকে অন্য এক ম্যাচে কলাম্বিয়া ৪-১ গোলে হারিয়ছে প্যারাগুয়েকে। এ জয় তাদের সেমিফাইনালের দৌড়ে নিয়ে এসেছে।
দক্ষিণ আমেরিকার দশ দেশ দুই ভাগে ভাগ হয়ে নারী কোপা আমেরিকায় প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘বি’ গ্রুপে ব্রাজিল নেতৃত্ব দিচ্ছে। শতভাগ জয় ধরে রেখে ‘এ’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা। আজ আর্জেন্টিনা পেরুর বিপক্ষে খেলবে। গ্রুপের অপর ম্যাচে চিলি ইকুয়েডরের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















