বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলো ভারত

প্রস্তুতি ম্যাচ

বল পায়ে সুনীল ছেত্রী

এশিয়ান কাপ বাছাই ফুটবলে আগামী ২৫ মার্চ মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এ ম্যাচকে ঘিরে বাংলাদেশের দল গঠন সাজসাজ রব বয়ে গেছে। অন্যদিকে পিছিয়ে নেই ভারত। তারা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ দেয়ার লড়াই করে যাচ্ছে। গতকাল তারা নিজেদের মাটিতে খেলেছে প্রস্তুতি ম্যাচ। সে ম্যাচে শক্তিশালী মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে তারা। ৩-০ গোলে জয় পেয়েছে।

মালদ্বীপের বিপক্ষে এ ম্যাচটি ছিল ভারতের ফুটবল নায়ক সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ম্যাচ। এ ম্যাচে গোল পেয়েছেন সুনীল। অন্য দুই গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো।

নিজেদের মাঠের খেলায় শুরু থেকেই ভারতের আধিপত্য ছিল। দুই প্রান্ত থেকে তারা বেশ আক্রমণ করে খেলছিলেন। শুরুতেই একাধিকবার তারা মালদ্বীপের গোলমুখে আক্রমণ চালায়। তবে গোল আসেনি।

৩৫ মিনিটে ব্রেন্ডন ফের্নান্দেসের কর্নার থেকে হেড করে ভারতকে এগিয়ে নেন রাহুল। ৬৫ মিনিটে লিস্টন গোল করে ব্যবধান দ্বিগুন। শেষ গোলটি করেন সুনীল ছেত্রী। ফলে এ ম্যাচের মাঝ দিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যচের জন্য প্রস্তুতিটা দারুণভাবে সেরে রাখলো ভারত।

এদিকে একই দিনে অনুষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রস্তুতি ম্যাচে হংকং ২-০ গোলে ম্যাকওকে, ভিয়েতনাম ২-১ গোলে কম্বোডিয়াকে হারিয়েছে।

Exit mobile version