বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই হামজা’র

লেস্টার সিটির জার্সিতে হামজা চৌধুরী।

বাংলাদেশের পাসপোর্ট আগেই হাতে পেয়েছিলেন, এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশের জার্সিতে ফুটবল খেলতে আর কোন বাধা নেই হামজা চৌধুরীর। ফিফার পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ, ভারতের মাটিতে এশিয়ান কাপ ‍ফুটবলের বাছাইপর্বের ম্যাচে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারকে।

ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বারের পক্ষ থেকে আজ চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে।

Exit mobile version