বাংলাদেশের সামনে এবার ভারত

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৬টায়। এই ম্যাচের ওপর নির্ভর করছে সেমিফাইনালে বাংলাদেশের খেলার বিষয়টি।

গ্রুপে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ৫-২ গোলে পাকিস্তানকে পরাজিত করেছিলো। ফলে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারিয়ে দিতে তবে সেই ম্যাচের পরই সেমিফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যেতো সাবিনা খাতুনদের।

বাংলাদেশের সামনে এখনো সেমিতে খেলার সুযোগ রয়েছে। বুধবার ভারতের বিপক্ষে ড্র করলেই হবে। হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে পরাজয়ের ব্যবধান অর্থাৎ গোলগড় হিসাব করা হবে।

বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলেরই পয়েন্ট এক করে। গোল গড়ে পিছিয়ে আছে পাকিস্তান। বাংলাদেশ এক গোলের বিপরীতে হজম করেছে এক গোল। অন্যদিকে, পাকিস্তান তিন গোলের পরিবর্তে হজম করেছে ছয় গোল। ফলে বাংলাদেশ যদি দুই গোলের ব্যবধানেও ভারতের কাছে পরাজিত হয় তবুও সেমিফাইনালে চলে যাবে।

তিন গোলের ব্যবধানে হারলে পাকিস্তানের ও বাংলাদেশ একই সমীকরণে দাঁড়াবে। তখন অন্য সব সমীকরণ সামনে চলে আসবে। বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার বিষয়টিকে বিপর্যয় হিসেবেই দেখছে সাবিনা-সানজিদা-কৃষ্ণা রাণীরা।

২০২২ সালে এই নেপালের মাটিতেই স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে নারী সাফে প্রথমবারের মতো শিরোপা জয় করে সাবিনা খাতুনের দল। কিন্তু এর পর থেকে দেশের নারী ফুটবলাররা বলতে গেলে পেছনের দিকেই হেটেছে। অর্থের অভাব দেখিয়ে অলিম্পিক বাছাইয়ে পাঠানো হয়নি বাংলাদেশের মেয়েদের। এই নিয়ে বিবাদে জড়িয়েছিলেন বাফুফে সভাপতি ও ততকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

Exit mobile version