গত মার্চে বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে! হামজাকে পাওয়ার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল! এবার হামজাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।
দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক আমিনুল বলছেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে, তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’
হামজা বাংলাদেশ দলে খেলছেন ৫ মাস হলো। তবে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার অভিষেকের আগেই ইংল্যান্ডের ফুটবলে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারি করেছেন। লেস্টার সিটির অধিনায়কত্বও করেছেন অনেক বার। এদিকে অভিষেকের পর থেকেই হামজা বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। সে কারণেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন আমিনুল।
অন্যদিকে জামাল ভূঁইয়া নিয়মিত দলের শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন না। তার অনুপস্থিতিতে কোনো দিন তপু বর্মণ, কোনো দিন আবার সোহেল রানার হাতে যাচ্ছে অধিনায়কত্বের বাহুবন্ধনী।
ফলে এর একটা স্থায়ী সমাধান চান আমিনুল। তিনি বলেন, ‘আমাদের যে বর্তমানে একেকজন একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজম্যান্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।’
