আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস ইনফান্তিনোকে জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। ফিফা সভাপতি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বাংলাদেশে ফুটবলের উন্নয়নে সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ড. ইউনূস নারী ফুটবলে আন্তর্জাতিক মানের দলগুলোকে বাংলাদেশে এনে খেলার পরিবেশ সৃষ্টি করতে ফিফা সভাপতির সহযোগিতা কামনা করেন। দেশের নারী ফুটবলারদের দীর্ঘদিনের আকুতি, শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগের অভাবের বিষয়ে ইনফান্তিনোকে অবহিত করা হয়।
বেশ কয়েক বছর ধরে আর্থিক সংকট, প্রস্তুতির অভাব এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ নারী ফুটবল দল নানা সমস্যায় রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেই সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলাররা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং ইউনূস তাদের সমস্যাগুলো লিখিতভাবে জমা দিতে বলেন।
ইনফান্তিনোর আসন্ন সফর এবং আন্তর্জাতিক নারী ফুটবল দল আনার পরিকল্পনা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচের অভাবে বাংলাদেশ নারী ফুটবলারদের উন্নতিতে বাঁধা সৃষ্টি হচ্ছে, যা এ উদ্যোগের মাধ্যমে অনেকটা লাঘব হতে পারে।