বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যেমন উত্তেজনা, তেমনি দেখা গেল হতাশাও। ম্যাচের টিকিট অনলাইনে কেনার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে শনিবার (২৪ মে) চরম ভোগান্তিতে পড়েন হাজারো ভক্ত।
বাফুফে ও টিকিট প্ল্যাটফর্ম টিকিফাই জানিয়েছে, টিকিট বিক্রি শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর ১২টা। পরে সময় পিছিয়ে রাত ৮টায় নির্ধারণ করা হয়। তবে বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই সাইটটিতে প্রবেশ করতে পারেননি অধিকাংশ ভক্ত। সাইটটি প্রায় সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় বা লোডিং সমস্যায় পড়ে।
টিকিফাই এক বিবৃতিতে জানায়, তারা একটি ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS)’ সাইবার আক্রমণের শিকার হয়েছে। এছাড়া অস্বাভাবিকভাবে অল্প সময়েই সাইটে ১ লাখ ৫০ হাজারের বেশি হিট হওয়ায় সার্ভার কার্যক্রম ব্যাহত হয়। ফলে বেশিরভাগ সমর্থক টিকিট কিনতে ব্যর্থ হন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এক প্রেস বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে এবং ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে দ্রুত সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছে।
আগামী ১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যেখানে মাঠে দেখা যেতে পারে হামজা চৌধুরী ও নতুন প্রবাসী তারকা সামিত সোমকে। এমন এক বহুল প্রত্যাশিত ম্যাচের টিকিট সংগ্রহে এমন ভোগান্তি ফুটবলপ্রেমীদের মাঝে হতাশা ছড়িয়েছে। এখন দেখার বিষয়, বাফুফে ও টিকিফাই মিলে কীভাবে সমাধান নিয়ে আসে।
