এই মুহর্তে টক অফ দ্য কান্ট্রি বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ। আগামীকাল ১০ জুন সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়াম, ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচের আগেই উত্তাপ ছড়িয়েছে। সব টিকিট বিক্রি হয়ে গেছে। গত ৪ জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কারণে এই ম্যাচের জন্য আগে থেকেই সতর্ক বাফুফে ও আইনশৃঙ্খলা বাহিনী।
ফলে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্যালারিতে উপস্থিত হতে যাওয়া দর্শকদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বাফুফে।
সন্ধ্যা সাতটায় খেলা হলেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০০ মিনিট আগে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়া হবে। অর্থাৎ বিকাল ৫ টা ২০ মিনিটের পর আর গ্যালারিতে প্রবেশ করা যাবে না। ফলে স্টেডিয়ামে গেট খোলা হবে দুপুর ২টায়।
দর্শকদের ব্যাগ, বোতল কিংবা অতিরিক্ত সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ব্যাপারে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে।
যারা টিকিটি কিনতে পারেন নি তাদের স্টেডিয়ামে এলাকায় আসতে নিষেধ করা হয়েছে। টিকিট কিনতে পারেন নি এমন দর্শকদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
কেউ জাল টিকিট নিয়ে গ্যালারিতে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিক পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাফুফের ব্যবস্থাপনা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী আগামীকাল স্টেডিয়ামে উপস্থিত থাকবে।
জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট অর্থাৎ জীবন বীমা ভবনের বিপরীত পার্শ্বের গেট দিয়ে যারা প্রবেশ করবেন তাদেরকে দৈনিক বাংলা ও রাজউক দুই দিক দাঁড়ানোর জন্য দুটি লেন বরাদ্দ রাখা হয়েছে। একটি লেনে যান চলাচল করবে।