ঢাকা ফুটবলের অঙ্গনে গতকাল দুপুরে এক ধরনের বিস্ময় তৈরি হয়েছিল। নারী ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন কিন্তু সেখানে দেখা গেল না নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণকে। স্বাভাবিকভাবেই উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রশ্ন জাগে, হঠাৎ এই অনুপস্থিতি কি কোনো মতবিরোধ অথবা দ্বন্দ্বের ইঙ্গিত? দিনের শেষভাগে সেই জল্পনাই থামালেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
কোনো ধরনের বিরোধ বা জটিলতা নেই বলে পরিষ্কার জানিয়ে তিনি পুরো দায় নিজের কাঁধে তুলে নেন। জানান, বিষয়টি আসলে একটি ‘ইন্টারনাল মিস কমিউনিকেশন’ ছিল, এবং সময়মতো জানাতে না পারার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাফুফে জানায়, নারী এশিয়ান কাপকে সামনে রেখে আগামী ২৬ নভেম্বর আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ, তাই প্রস্তুতির গুরুত্ব এখন সর্বোচ্চ পর্যায়ে।
তাবিথ আউয়াল বলেন, ‘মিস কমিউনিকেশনের কারণে কিরণ আপাকে জানানো হয়নি। তাই উনি আজ আসতে পারেননি। সভাপতি হিসেবে এটিই আমার ভুল। সামনে অবশ্যই আপনারা ওনাকে দেখতে পাবেন।’ তিনি আরও জানান, ফিফা উইন্ডোর বাইরে থেকেও দলের জন্য শক্ত প্রতিপক্ষ খুঁজে বের করার চেষ্টা চলছে, যাতে বড় টুর্নামেন্টের আগে আরও মানসম্মত ম্যাচ খেলে দল নিজেদের তৈরি করতে পারে। লক্ষ্য এশিয়ার বড় মঞ্চে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স।
এ সময় গত বছরের সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জন্য ঘোষিত দেড় কোটি টাকার পুরস্কার এখনো না পাওয়ার বিষয়টি উঠলে তাবিথ দেন নির্দিষ্ট সময়সীমা। তাঁর ভাষায়, ‘৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা প্রতিশ্রুত অর্থ প্রদান করব এ ব্যাপারে আমরা নিশ্চিত।’
সব মিলিয়ে, কিরণের অনুপস্থিতি ঘিরে দিনের শুরুতে যে প্রশ্ন ছিল, দিনের শেষে তার ব্যাখ্যা মিলেছে। পাশাপাশি নারী ফুটবলের আসন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জ ঘিরে বাফুফের পরিকল্পনাও আরও স্পষ্ট হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















