জাতীয় ফুটবলের ভবিষ্যৎ শক্তি খুঁজে বের করতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে নিজ খরচে আসা এসব ফুটবলারদের উদ্দেশ্যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন (বাফুফে) যে ট্রায়ালের আয়োজন করেছে, সেটি শুরুতেই বিতর্কে জড়িয়েছে। মূল কারণ—জার্সিতে থাকা বাফুফের ভুল লোগো।
প্রবাসী ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য বাফুফে যে কিট সরবরাহ করেছে, সেগুলোর লোগো বর্তমান বাফুফে লোগোর সঙ্গে মিলে না। প্রচলিত লোগোতে গোল বল একটি নির্দিষ্ট ডিজাইনে বৃত্তের মধ্যে থাকলেও ট্রায়ালের জার্সিতে তা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এতে করে ফেডারেশনের পেশাদারিত্ব নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।
এই ট্রায়ালের জন্য কিট সরবরাহ করেছে ‘হুঙ্কার’ নামক একটি প্রতিষ্ঠান, যাদের লোগো ইংরেজি ‘এইচ’ আকৃতির। অথচ, বাফুফের নিয়মিত কিট পার্টনার ‘দৌড়’ থাকার পরও কেন অন্য প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হলো—তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তি।
প্রবাসী ফুটবলারদের অনেকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জার্সির ছবি শেয়ার করেছেন, যা বিশ্বব্যাপী বাফুফের এই বিভ্রাটকে ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি নিয়ে বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















