বাফুফের প্রাথমিক ক্যাম্পে ডাক পাচ্ছেন যেসব প্রবাসী ফুটবলার!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে আয়োজন করেছিল ট্রায়াল। গত ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন ৪৯ জন অনূর্ধ্ব-১৯ ও ২৩ পর্যায়ের ফুটবলার। মূলত এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখে তাদের পারফরম্যান্স যাচাই করা হয়।

এই ট্রায়াল থেকে ৬-৭ জন প্রবাসী ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডাক দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তবে এখনো অনূর্ধ্ব-২৩ দলের কোচ চূড়ান্ত হয়নি, ফলে কারা শেষ পর্যন্ত ডাক পাবেন তা নির্ভর করছে নতুন কোচের সিদ্ধান্তের ওপর।

ট্রায়ালে যাদের পারফরম্যান্স নজর কাড়ে তাদের মধ্যে রয়েছেন বিশতোক চাকমা, জায়ান আহমেদ, ক্যাসপার হক, ইমান আলম, ইব্রাহিম নেওয়াজ, সামির আলম, তাসিন ইকবাল ও ইফাজ আহমেদ। তাদের মধ্যে থেকেই কয়েকজনকে ক্যাম্পে ডাক দেওয়া হতে পারে।

অ-২৩ দলের প্রাথমিক ক্যাম্প শুরু হবে জুলাইয়ের শেষ দিকে এবং চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে ১২ আগস্ট, আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি ম্যাচের পর। যারা প্রাথমিক ক্যাম্পে ডাক পাবেন, তাদের আরও একবার নিজেদের প্রমাণের সুযোগ থাকবে। তবে প্রবাসী ফুটবলারদের এবারও নিজেদের খরচে ক্যাম্পে যোগ দিতে হবে কি না, সে বিষয়ে বাফুফে এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়নি।

এই উদ্যোগ দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তবে কার্যকর সমন্বয় ও পেশাদার ব্যবস্থাপনাই এখন মূল চ্যালেঞ্জ।

Exit mobile version