বাফুফে’র সিদ্ধান্ত; ডাগআউটে দাঁড়াতে পারবেন না কমিটি’র সদস্যরা

বাফুফে নির্বাহী কমিটির সদস্য হয়েও এতোদিন ক্লাবগুলোর ডাগআউটে দাঁড়াতেন অনেকে। কিন্তু সেই সুযোগ আর থাকছে না। আগামী মৌসুমে বাফুফে কার্য্যনির্বাহী কমিটি, বাফুফে স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটির কোন সদস্য টিম বেঞ্চের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে না।

এর বাইরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটি’র ৩য় নিয়মিত সভায়। আজ বিকালে বাফুফে ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ‘বাফুফে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটি’র চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি জনাব মো: ইমরুল হাসান। এসময় কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাফুফে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটি’র আজকের সভায় নেয়া সিদ্ধান্তঃ

১। ২০২৫-২০২৬ ফুটবল মৌসুমে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-২৬’ এ অংশগ্রহকারী ক্লাবসমূহ ৫জন বিদেশী
খেলোয়াড় নিবন্ধন করতে পারবে এবং ৩জন খেলায় অংশগ্রহণ করতে পারবে।

২। ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৫-২৬’ এ অংশগ্রহকারী ক্লাবসমূহ বয়স ভিত্তিক ১জন খেলোয়াড়কে খেলা শুরুর
তালিকায় রাখতে হবে। প্রতিটি দল মোট ৫জন বয়স ভিত্তিক খেলোয়াড়কে নিবন্ধন করতে হবে, যাদের জন্ম সাল
০১ জুন ২০০৬ হতে ৩১ মে ২০০৯ সাল পযর্šÍহতে হবে।

৩। বাফুফে কার্য্যনির্বাহী কমিটি, বাফুফে স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটির কোন সদস্য টিম বেঞ্চের জন্য রেজিষ্ট্রেশন করতে
পারবে না।

৪। ২০২৫-২০২৬ ফুটবল মৌসুমের খেলায় অংশগ্রহকারী ক্লাবসমূহ তাদের নিজ নিজ দলের সকল খেলোয়াড় ও
অফিসিয়ালগণের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে ফিফা কানেন্টে রেজিষ্ট্রেশন করতে হবে।

৫। ইন্টিগ্রিটি নিশ্চিত করার জন্য টিম বেঞ্চে রেকর্ডার থাকবে।

৬। ২০২৫-২০২৬ ফুটবল মৌসুমে শুধমুাত্র চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হবে।

৭। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের আওতাধীন দেশসমূহের খেলোয়াড়দেরকে লোকাল খেলোয়াড় হিসেবে নিবন্ধন
করা যাবে।

Exit mobile version