বাফুফে একটা ব্র্যান্ড: তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর। বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আগেই। এরপরই নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। আজ দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলদেশের অবস্থান তলানিতে। এসবের পরও দেশের ফুটবলকে ব্র্যান্ড হিসেবে দেখছেন তাবিথ আউয়াল। কেবল ফুটবল নয়, গোটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনই (বাফুফে) তার কছে ব্র্যান্ড।

তাবিথ বলেন, ‘দেশের ফুটবল আসলেই ভালো জায়গায় নেই। তবে, উন্নতির জায়গা আছে। মেয়েরা ভালো করেছে। তারা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পৃষ্ঠপোষকতা বেড়েছে। ছেলেরাও চেষ্টা করছে। বড় সাফল্য না আসা এবং নানা বিতর্কে সুনাম নষ্ট হলেও বাফুফে এখনও একটি ব্র্যান্ড।’

Exit mobile version