আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)- এর নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে সরগরম দেশের ফুটবল পাড়া। এবার দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়স্ত্রক সংস্থার সভাপতি পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আউয়াল।
আজ দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘোষণা দেন তিনি। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তাবিথ বলেন, ‘এতোদিন জল্পনা-কল্পনা ছিল আমি বাফুফে নির্বাচন করব কি না। হ্যাঁ, আমি বাফুফে নির্বাচন করব। আগামী বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। আমি আশাবাদী আমি জিতব।’
বর্তমান বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন পরের নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন আগেই। এরপরই নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। এবার ঘোষণা দিলেন তাবিথ আউয়াল।