বায়ার্নকে কাঁদিয়ে সেমিতে ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ইন্টার মিলান

আলিঞ্জায় অ্যারেনাতে প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়েই ছিল ইন্টার মিলান। ফলে সান সিরোতে ড্র করলেই চলতো ইতালিয়ান ক্লাবটির। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে। বায়ার্ন মিউনিখের সঙ্গে নিজেদের মাঠের খেলায় ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। এতে ৪-৩ গোল গড়ে বায়ার্নকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান।

বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে ইন্টার মিলান খেলবে স্প্যানিশ লিগের বার্সেলোনার বিপক্ষে।

ইন্টার মিলানের দরকার ছিল ড্র। আর বায়ার্ন মিউনিখের জয়। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইটা ছিল ভিন্ন রকম। একের পর এক গোলের দেখা পেয়েছে দর্শকেরা। বায়ার্ন প্রথম গোলের সূচনা করে। ৫২ মিনিটে হ্যারি কেন গোল করে একদিকে যেমন দলকে এগিয়ে নেন, তেমনি বায়ার্ন সমর্থকদের মনে আশার আলো জ্বালিয়ে দেন। তবে এই আলো বেশিক্ষণ উজ্জ্বলতা ছড়াতে পারেনি। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ গোলের খাতায় নাম লিখিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।

তিন মিনিট পর আবার ইন্টার মিলান গোল উৎসব করে। এবার গোল করেন বেঞ্জামিন পাভার্ড। তার গোলে বায়ার্নের সামনের পথটা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত এরিক ডিয়েরের গোলে সমতায় ফিরলেও বিদায়ের বেদনায় মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখকে।

Exit mobile version