উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ত জার্মেই তার ট্রফি কেসে আরো এক শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছে। তারা পৌঁছেছে ক্লাব বিশ্ব কাপের সেমিফাইনালে। শনিবার রাতে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে। ডেজায়ের ডোয়ে ও ওসমানে দেম্বেলে করেন গোল দুটো। শিরোপা লড়াইয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। এ দলটি বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
দুর্ভাগ্য বায়ার্ন মিউনিখের। জয়ের দারুণ সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু তারা সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। প্যারিস সেন্ত জার্মেইয়ের দুই খেলোয়াড় লাল কার্ড পেলেও বায়ার্ন সে সুযোগ কাজে লাগাতে পারেনি। উইলিয়ান পাচো ৮২ মিনিটে লাল কার্ড পান। আর লুকাস হার্নান্দেজ ৯২ মিনিটে মাঠ থেকে বহিষ্কৃত হন। পিএসজি তাদের মূল্যবান গোল দুটো পায় ৭৮ ও ৯৬ মিনিটে।
এই ম্যাচে হারের ফলে বায়ার্ন মিউনিখের হয়ে থমাস মুলারের শেষ ম্যাচ খেলা হয়েছে। বায়ার্ন মিউনিখের হয়ে আর খেলবেন না সে কথা আগেই জানিয়ে দিয়েছেন এই জার্মান তারকা।
কয়েকদিন আগে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। এবার তাদের সামনে আরো একটা বড় শিরোপা জয়ের হাতছানি।
বায়ার্ন মিউনিখ গোলের সুযোগ পেয়েছে কিন্তু তা তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। হ্যারি কেনের একটা হেড বাইরে দিয়ে চলে যায়। আর একবার পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্য, ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















