ক্লাব বিশ্ব কাপ ফুটবলে চমক দেখিয়েছে বেনফিকা। মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়েছে। ১-০ গোলে জয় পেয়েছে তারা। একমাত্র গোলটি করেন আন্দ্রেস শেলডেরাপ।
এ জয়ের ফলে ‘সি’ গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বেনফিকা পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। এ রাউন্ডে তারা চেলসি অথবা এস্পারেন্স ডি ডিউনিসকে মোকাবেলা করবে। বায়ার্ন মিউনিখ গ্রুপে দ্বিতীয় হয়েছে। দ্বিতীয় রাউন্ডে তারা মোকাবেলা করবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে এটা বেনফিকার প্রথম জয়। ম্যাচের ত্রয়োদশ মিনিটে ফ্রেডেরিক আউরসনেসের পাস থেকে বল পেয়ে শেলডেরাপ গোল করে দলকে এগিয়ে নেন। আগেই বায়ার্ন মিউনিখ দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তন এনেছিল। কিন্তু তাদের পরিকল্পনা হিতে বিপরীত হয়। ফলে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন এনে দলকে শক্তিশালী করে মিউনিখ কোচ। কিন্তু সুফল বয়ে আনতে পারেনি। বরং হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগে কখনো জয়ের রেকর্ড ছিল না বেনফিকার। সেই চিত্র এখন বদল হয়েছে। বেড়েছে আত্মবিশ্বাস। আগের ১৩ বারের মুখোুমখিতে বেনফিকা তিন ম্যাচে ড্র করেছিল, হেরেছিল ১০ ম্যাচে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















