প্রথম লেগে অ্যাওয়েতে জয়ের পর ফিরতি লেগে নিজেদের মাঠেও ফেয়েনুর্ডের বিপক্ষে জয় পেয়েছে ইন্টার মিলান। আর তাতেই সহজে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। নিজেদের মাঠের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে দলটি। সব মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ৪-১।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মার্কাস থুরাম ও হাকান কালহানোগলু গোল করেন। ম্যাচের শুরুতে অষ্টম মিনিটে থুরাম গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির আগেই জাকুব মোডার পেনাল্টি থেকে ব্যবধান কমান। তবে বিরতির পরপরই ইন্টার মিলান পেনাল্টি থেকে গোল করে আবার দলকে এগিয়ে নেন হাকান কালহানোগলু। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।
কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলানের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ । তবায়ের লেভারকুসেনকে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে।
তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ২০১০ সালে শেষবার চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছিল। হারিয়েছিল বায়ার্ন মিউনিখকে। সেবার তারা ট্রেবলও জয় করেছিল। এবার সেই পথে রয়েছে দলটি। কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠেছে দলটি। আগামী মাসে সেমিফাইনাল ম্যাচ।