বুন্দেসলিগায় লিগায় শনিবার রাতে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠের খেলায় হামবুর্গকে তারা ৫-০ গোলে হারিয়েছে। পাঁচ গোলের চারটি হয় প্রথমার্ধে। প্রথম ৯ মিনিটে তারা দুই গোল পায়।
হ্যারি কেন জোড়া গোল করেছেন। অন্য গোলগুলো করেছেন সার্গে ন্যাবরি, আলেকসান্দার পাভলোভিচ ও লুইস দিয়াজ।
বায়ার্ন যে বড় জয় পেতে যাচ্ছে তা ম্যাচের শুরুতেই পরিস্কার হয়ে যায়। মাত্র তৃতীয় মিনিটে গোলের দেখা পায় তারা। কয়েক মিনিট পর পাভলোভিচ স্কোরশিটে নাম লিখিয়ে সেই সম্ভাবনা জোরালো করে তোলে। ২৬ মিনিটের সময় হ্যারি কেন তার প্রথম গোল করেন। তিন মিনিট পর দিয়াজ তাদের সঙ্গী হন। দ্বিতীয়ার্ধে আবার গোল করেন হ্যারি কেন।
প্রথমার্ধে বায়ার্ন আরো বেশি গোল পেতে পারতো। তেমন সুযোগ তারা একাধিকবার তৈরি করেছিল। দিয়াজের একটা শট হামবুর্গের গোলরক্ষক রুখে দেন। আর ন্যাবরি একবার বাইরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন। এছাড়া কিমিচ ও ওলিসে সুযোগ নষ্ট করেন।
মৌসুমে এটা ছিল বায়ার্নের তিন ম্যাচে তৃতীয় জয়। স্বাভাবিকভাবেই ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।
