বায়ার্ন মিউনিখের ছয়ে ছয়

বুন্দেসলিগা

জোড়া গোলদাতা লুইস দিয়াজ

বুন্দেসলিগায় শত ভাগ জয়ের কীর্তি অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবারা রাতে তারা অ্যাওয়ে ম্যাচে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠ জয় পেয়েছে। লুইস দিয়াজ জোড়া গোল করেন। অন্য গোলটি করেন হ্যারি কেইন।

বায়ার্ন মিউনিখের এটা ছয় ম্যাচ ষষ্ঠ জয়। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে। ১৮ পয়েন্ট তাদের। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড।

অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে বায়ার্ন মিউনিখ। বিশেষ করে দলটির লুইস দিয়াজ। স্বাগতিক সমর্থকরা কিছু বুঝে ওঠার আগেই দিয়াজ বায়ার্ন মিউনিখকে এক গোলে এগিয়ে নেন। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে গোলটি করেন তিনি। ম্যাচের শেষের দিকে আরো একটি গোল করেন তিনি।

এদিকে ২৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন কেইন। এ গোলের মাঝ দিয়ে একটা কীর্তিও গড়েছেন এই ইংলিশ তারকা। ছয় ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১১। বুন্দেসলিগায় প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম ৬ ম্যাচে ১১ গোল করার কীর্তি গড়েছেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্ন মিউনিখ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। কর্নার কিক থেকে উড়ে আসা বলে কেইনের শট জালে না গিয়ে পোস্টের ভিতরের দিকে লেগে ফিরে আসে। ফিরতি বল ন্যাবরি বারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

Exit mobile version