জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভিনসেন্ট কোম্পানি। তবে এখনো চুক্তির বিস্তারিত কিছু বিষয় এখনো নির্ধারণ হয়নি। আজ এই তথ্য নিশ্চিত করেছেন ক্লাবের সুপারভাইজারি বোর্ড সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে।
ইংলিশ দৈনিক দ্য গার্ডিয়ানের সূত্রানুসারে ৩৮ বছর বয়সী এই বেলজিয়ানের সাথে নীতিগতভাবে সমঝোতায় পৌঁছেছে বায়ার্ন মিউনিখ। রুমিনিগে স্কাই ইতালিয়াকে বলেছেন, ‘কোম্পানির যোগদানের আগে সামান্য কিছু বিষয় ঠিক করার প্রয়োজন রয়েছে। আমাদের স্পোর্টিং ডিরেক্টর কোম্পানিকে পছন্দ করেছে। এখনো এ ব্যপারে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। সামান্য কিছু কাজ বাকি রয়েছে।’
দীর্ঘদিন ধরেই বায়ার্নের সম্ভাব্য কোচ হিসেবে তালিকার শীর্ষস্থানে ছিলেন কোম্পানি। তাঁকে বাছাইয়ের ব্যাপারে ম্যানসিটি বস পেপ গার্দিওলা সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন রুমিনিগে।
